বাকলিয়ায় ছাত্রদলকর্মী হত্যা মামলায় আরো দুই আসামি গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩১ অক্টোবর, ২০২৫ at ৭:৩০ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া এক্সেস রোডে ছাত্রদল কর্মী সাজ্জাদ হত্যা মামলায় বিদেশি পিস্তল, তাজা গুলি, গুলির খোসা ও ধারালো বিভিন্ন দেশিয় তৈরি অস্ত্রসহ আরো দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই নিয়ে গত দুইদিনে নির্মম এই হত্যাকাণ্ডের ঘটনায় রুজুকৃত মামলায় মোট ১০ জনকে গ্রেপ্তার করা হলো।

পুলিশ জানিয়েছে, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ১২টা নাগাদ বাকলিয়া এক্সেস রোড সংলগ্ন মদিনা আবাসিক এলাকার সামনে গোলাগুলির ঘটনায় সাজ্জাদ নামের একজন ছাত্রদল কর্মী নিহত হন। ঘটনায় আহত হন আরো অন্তত ১৫ জন। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যানার টানানো ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে। পুলিশ বলেছে, ওই সময় এক পক্ষ অপর পক্ষের ওপর গুলিবর্ষণ করলে হতাহতের ঘটনা ঘটে। ঘটনায় মোহাম্মদ সাজ্জাদ (২২) গুলিবিদ্ধ হন এবং পারভেজ (২০), সাজ্জাদ (৩০), শরীফ (২৯), রিফাত (২৫), ইউসুফ (৩০), জিসান (২২), জুয়েল (২৫), একরাম (২৩), ইব্রাহিম (২৩), শুক্কুর (২৫), ওবাইদুল (৩০), সাব্বির (২২), ফারুক (২৮) ফয়সাল (২০) আহত হন। গুলিবিদ্ধদের মধ্যে মোহাম্মদ সাজ্জাদ ঘটনাস্থলেই গুরুতর আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের পিতা মোহাম্মদ আলম বাদী হয়ে ১৭ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ৩৫৪০ জনকে আসামি করে বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তরদক্ষিণ) বিভাগের একটি টিম ও বাকলিয়া থানা পুলিশ গত ২৮ অক্টোবর সন্ধ্যা থেকে পরদিন দুপুর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৮ জন আসামিকে গ্রেপ্তার করে।

ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গতকাল বাকলিয়া থানা পুলিশ পটিয়ার জঙ্গলখাইন এলাকা থেকে সাজ্জাদ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রিয়াজ করিম (৩৩) কে এবং চান্দগাঁও থানাধীন মীর বাড়ি এলাকা হতে এজাহারনামীয় অপর আসামি মোহাম্মদ ইউসুফ প্রকাশ হিরন (২৫)কে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হিরনের তথ্যের ভিত্তিতে এবং তার দেখানো স্থান বাকলিয়ার সুরভী আবাসিক এলাকা সংলগ্ন খালপাড়স্থ নির্মাণ সামগ্রী বিক্রি প্রতিষ্ঠান এসএনবি এন্টারপ্রাইজের অফিস থেকে সাজ্জাদ হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, একটি বুলেট, একটি বুলেটের খোসা, ধামাসহ বিভিন্ন অস্ত্রশস্ত্র উদ্ধার করে। হত্যা মামলার পাশাপাশি হিরনের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন একটি মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, গ্রেপ্তার আসামি মোহাম্মদ ইউসুফ প্রকাশ হিরনের বিরুদ্ধে বাকলিয়া থানায় আগেরও একটি মামলা রয়েছে। সাজ্জাদ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচসিকের প্রধান নির্বাহীকে অপসারণের দাবি
পরবর্তী নিবন্ধচিটাগাং চেম্বার নির্বাচন দুই সপ্তাহ স্থগিত