চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় চুরি হওয়া স্বর্ণালংকার, রূপা, মোবাইল ও মূল্যবান কাপড়সহ ২ নারী চোরকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে একই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুই নারী হলেন- চান্দগাঁও থানার খাজা রোডের মনির বাড়ির মো. খোরশেদের স্ত্রী তাসনুর বেগম (১৯) ও বাকলিয়া থানার বলিরহাট পুলিশ বিটের জসিমের বিল্ডিংয়ের ভাড়াটিয়া মনির হোসেনের স্ত্রী তাসলিমা বেগম (২১)।
বাকলিয়া থানা পুলিশ জানায়, গত ২৪ জুন বিকেল সাড়ে ৪টার দিকে ডালিম মহাজন তার পরিবার নিয়ে দেওয়ান বাজারের কেডিএস গলির ভাড়া বাসা থেকে পলোগ্রাউন্ড মাঠে চলমান বাণিজ্য মেলায় যান।
রাত ৮টার সময় তিনি বাসায় ফিরে দেখতে পান, বাসার দরজায় লাগানো তালাটি নেই, দরজা খোলা এবং ঘরের সব মালামাল এলোমেলো ও ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে আছে।
পরে সব রুমে গিয়ে হিসাব করে দেখতে পান তার বাসায় থাকা স্টিলের আলমারিতে রক্ষিত ১টি স্বর্ণের নেকলেস, ১ জোড়া স্বর্ণের কানের দুল, ১টি স্বর্ণের আংটি, ১ জোড়া রূপার নূপুর, ১টি মোবাইল ফোন, বিভিন্ন রংয়ের প্রিন্টের ব্যবহৃত (নতুন ও পুরাতন) ২০টি শাড়ি, ১টি ব্যবহৃত ওড়না, বাচ্চার ব্যবহৃত ৩ সেট গেঞ্জি ও প্যান্ট চুরি হয়ে গেছে। যার সর্বমোট মূল্য ১ লাখ ৫৮ হাজার টাকা।
এ ঘটনায় তিনি বাদী হয়ে বাকলিয়া থানায় একটি মামলা করেন।
পরবর্তীতে বাকলিয়া থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন পূবর্ক আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এলাকায় অভিযান পরিচালনা করে তাসনুর বেগম ও তাসলিমা বেগমকে উপরোক্ত চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জাম ও চোরাইকৃত মালামাল সহ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকলিয়া থানার সেকেন্ড অফিসার ইপিজেড থানার সাজেদুল ইসলাম আজাদীকে জানান, গ্রেফতার দুই নারীকে আদালতের মাধ্যমে প্রেরণ করা হয়েছে।