গুলি ও কার্তুজসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। ধৃতরা হলেন মো. রুবেল (২৫) ও আজিজুল হক আজিজ (৩৭)। গত সোমবার দিবাগত রাতে কালামিয়া বাজার দোতলা মসজিদ সংলগ্ন আলম কুটির গলির দেলোয়ার হোসেনের কলোনির ৭ নম্বর কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ধৃতদের হেফাজত থেকে এসএমজির ১১ রাউন্ড তাজা গুলি এবং শটগানের ৬টি তাজা কার্তুজ জব্দ করা হয়। গতকাল তাদের বিরুদ্ধে বাকলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে রুবেল ও আজিজকে গ্রেপ্তার করা হয়। রুবেল লোহাগাড়া থানার হাজী পাড়ার বাসিন্দা আবুল খায়ের ওরফে বানু মিয়ার ছেলে। সে কালামিয়া বাজার দেলোয়ার কলোনিতে থাকত। ধৃত আজিজ কঙবাজার মহেশখালীর কালারমারছড়ার ফকিরাজোম পাড়ার সাব্বির আহমদের ছেলে। তিনি নগরের অঙিজেন কাঁচাবাজার এলাকায় বসবাস করে আসছিলেন।