বাকলিয়াতে মাদক ও সন্ত্রাসীদের নৈরাজ্য চলছে

ইফতার বিতরণকালে ডা. শাহাদাত

| মঙ্গলবার , ১২ এপ্রিল, ২০২২ at ৮:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, বাকলিয়াতে মাদক ও সন্ত্রাসীদের নৈরাজ্য চলছে। এই এলাকার তরুণ সমাজ আজ ধ্বংসের পথে পা বাড়াচ্ছে। এই তরুণ সমাজকে মাদকের মাধ্যমে বিপথগামী করছে একদল মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গডফাদাররা। প্রশাসন যদি এখনই এ সকল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে, তাহলে বাকলিয়ার তরুণ প্রজন্ম মাদক ও সন্ত্রাসের দিকে ঝুঁকে যাবে। বিএনপি যখন ক্ষমতায় ছিল এই এলাকার অবস্থা এমন ছিল না। আজ এই সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে বাকলিয়া সন্ত্রাস ও নৈরাজ্যে পরিণত হয়েছে। গতকাল সোমবার বিকালে ওয়ার্ড যুবদলের উদ্যোগে গরীব অসহায়দের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ডা. শাহাদাত বলেন, গণতান্ত্রিক অধিকার রক্ষায় সোচ্চার হতে হবে। দেশ বাঁচানোর লক্ষ্যে, মানুষ বাঁচানোর লক্ষ্যে, রাজপথে আন্দোলনে সকলকে এগিয়ে আসতে হবে।
নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীদের শপথ নিতে হবে। এই সরকারের জুলুম, নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলনের মাধ্যমে এই সরকারের সকল অপকর্মের জবাব রাজপথে দিতে হবে।
যুবদল নেতা কুতুব উদ্দিন রাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, মোহাম্মদ ইউসুফ, মো. আইয়ুব, এমদাদুল হক বাদশা। আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ আলমগীর, রৌশগীর আমিন, মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ ইলিয়াস, মো. ইয়াকুব, কামরুন নাহার, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নাসির উদ্দিন চৌধুরী নাছিম, মোহাম্মদ ইদ্রিস আলম, ফরহাদ, ওসমান, মাহবুব সিদ্দিকী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচসিক প্রধান শিক্ষক ফোরামের নির্বাচন সম্পন্ন
পরবর্তী নিবন্ধদেশ ও জাতির সেবায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার কর্মীরাই পাশে থাকে