বাকলিয়ান এসোসিয়েশনের উদ্যোগে গত ১১ ডিসেম্বর এক সংবর্ধনা অনুষ্ঠান স্থানীয় একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এতে চসিক মেয়র এবং বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ডা. শাহাদাত হোসেনকে সংবর্ধিত করা হয়। সংবর্ধিত অতিথি মেয়র ডা. শাহাদাত হোসেন চট্টগ্রামের উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি জানান, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে পুনরায় এসএসসি পরীক্ষার কেন্দ্র ফিরিয়ে আনা হবে এবং ২০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন ভবন নির্মাণ করা হবে। তিনি স্কুলের মাঠ সংস্কারের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, চট্টগ্রামকে গ্রিন ও ক্লিন সিটি হিসেবে গড়ে তোলা আমার অন্যতম লক্ষ্য। জলাবদ্ধতা প্রতিরোধে জনগণকে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। ডেঙ্গু প্রতিরোধে ফ্রি ডেঙ্গু ভ্যাকসিন সরবরাহ এবং নারীদের জন্য একটি বিশেষ ভ্যাকসিন বিনামূল্যে প্রদানের কথাও তিনি উল্লেখ করেন। স্বল্পমূল্যে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনার বিষয়েও সবাইকে অবগত করেন। স্কুল জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন, স্কুলের সেই দিনগুলো আজও আমাকে অনুপ্রেরণা দেয়। সেসময়ে আমরা যে আন্তরিকতা ও বন্ধুত্ব দেখেছি, তা আজও স্মরণীয়। এসোসিয়েশনের সভাপতি আমিনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর আলমসহ প্রাক্তন ছাত্র–ছাত্রীরা মেয়রের হাতে ক্রেস্ট তুলে দেন। বক্তব্য রাখেন প্রাক্তন ছাত্র সৈয়দ ছগির আহমদ, চবি বিজনেস এডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টির ডিন প্রফেসর এস.এম. নসরুল কদির, ডা. এম.এ. রউফ, কর্নেল ইমরান, গোলাম বাকী মাসুদ, শহিদুল হক আজাদ, সৈয়দ সাজ্জাদ হোসাইন,ডা. ঈসা, এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাক্তন সহকারী কোচ মাসুদ কায়সার। প্রেস বিজ্ঞপ্তি।