বাকলিয়া শহীদ নুর হোসেন কলেজে বিদায় অনুষ্ঠান

| বৃহস্পতিবার , ২৭ জুন, ২০২৪ at ৬:১২ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া শহীদ নুর হোসেনডা.মিলনমোজাম্মেলজেহাদ ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ছৈয়দ সগীর আহমদ। বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য মো. ছৈয়দ, জাকের হোসেন, জহর লাল হাজারী ও মান্না বিশ্বাস। সভাপতি ছিলেন কলেজের অধ্যক্ষ আবদুল মালেক।

অধ্যাপক নাসরিন আকতারের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক রবিউল হাছান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আবদুল্লা ইবনে মাসুদ, শিক্ষার্থী মো. আজমির শাহ ও তানহা। বিদায়ী অনুষ্ঠানের পর কলেজের অধ্যাপক বিশ্বকর শর্মা ভাষ্করকে এমফিল ডিগ্রি অর্জন করায় সম্মাননা স্মারক তুলে দেন কলেজ গভর্নিং বডির সভাপতি ছৈয়দ সগীর আহমদ। অধ্যাপক আবদুল আলিম আজাদের সঞ্চালনায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক নুরুল আলম রাজু, অধ্যাপক খাদিজা বেগম, অধ্যাপক আবদুল কাইয়ুম, অধ্যাপক খোন্দকার ছাদেক মাহমুদ, অধ্যাপক সৈয়দ শাহাদাত হোসাইন, অধ্যাপক শাহীনুর বেগম, অধ্যাপক সায়মন নাহার চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ নাজিম উদ্দীন, অধ্যাপক মনিকা ধর, অধ্যাপক জয়শ্রী নাথ, অধ্যাপক রাবেয়া মাহমুদ, অধ্যাপক মো. আলী, অধ্যাপক ফারহানা জান্নাত চৌধুরী, অধ্যাপক শারমিন আক্তার চৌধুরী, অধ্যাপক ঝুমুর খাস্তগীর, অধ্যাপক তাহেরা আক্তার, অধ্যাপক ইসরাক ইরতিফা মাহমুদ, সৈয়দ আহমদ সিকদার, আশীষ দস্তিদার ও প্রভাষক মোহাম্মদ বদরুদ্দোজা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু ভ্রাম্যমাণ লাইব্রেরি পরিদর্শনে চুয়েট ভিসি
পরবর্তী নিবন্ধবন্দর কলেজে দোয়া মাহফিল