২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ দণ্ডিত সব আসামি খালাস পাওয়ায় আনন্দ মিছিল করেছে চট্টগ্রাম মহানগর তাঁতীদল।
গত সোমবার বিকেলে নগরীর বাকলিয়া ১৭নং ওয়ার্ড এলাকায় মহানগর তাঁতীদলের যুগ্ম আহবায়ক আবদুল মালেকের উদ্যোগে এ আনন্দ মিছিল বের হয়। মিছিলটি ১৭নং ওয়ার্ড এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক্সেস রোড় হয়ে তাঁতীদলের অফিসের সামনে এসে শেষ হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আসাদুর রহমান টিপু এবং বাকলিয়া থানা মহিলা তাঁতীদল নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।