বাকলিয়া থানার ওসি এসআই-সহ ১৯ জনের বিরুদ্ধে মামলা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২২ আগস্ট, ২০২৪ at ৬:০৬ পূর্বাহ্ণ

প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে বাকলিয়া থানার ওসি, চার এসআইসহ ১৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক ব্যক্তি। তিনি ডবলমুরিং থানাধীন মতিয়ার পুল এলাকার মৃত হাকিম শরীফের ছেলে মোহাম্মদ মোরশেদ। গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে দণ্ডবিধির বিভিন্ন ধারায় তিনি মামলাটি দায়ের করেন।

মামলায় ১৯ আসামি হলেন বাকলিয়া থানার ওসি মো. আফতাব হোসেন, এসআই মো. আনোয়ার হোসেন, এসআই মো. আল ইমরান, এসআই রানা তোষ, অজ্ঞাত এক এসআই, মো. আজমগির ইসলাম, মো. রবিউল হোসেন, মো. জাদেুল ইসলাম, কোতোয়ালীর মো. আমিরুল কবির সুমন, সুকান্ত কুমার ভৌমিক, মো. সরোয়ার, মো. তারেক আজিজ, মো. আবুল কাশেম, মো. আবুল বশর, মো. ওসমান, মো. রুবেল, মো. আনিছ, মো. নোমান ও মো. মনচুর।

মামলার এজহারে বাদী উল্লেখ করেন, গত ৭ জুলাই ও ৯ জুলাই আসামিরা প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে চার লাখ টাকা আত্মসাৎ করেছেন। মামলা দায়েরের বিষয়টি আজাদীকে নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী নূরে খোদা। তিনি বলেন, আদালত মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান
পরবর্তী নিবন্ধঅন্তর্বর্তী সরকারকে সময় দিন : সারজিস