চট্টগ্রাম নগরীর বাকলিয়া এক্সেস রোডে ডাবল মার্ডার মামলায় গ্রেফতার আসামি মোহাম্মদ হাসানের ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৭ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে বিচারক ইব্রাহিম খলিল এ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি দৈনিক আজাদীকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পিপি মুফিজুল হক ভুইয়া।
তিনি বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। উভয়পক্ষের দীর্ঘ শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শুনানিতে আসামিকে হাজির করা হয়।