বাকলিয়া কল্পলোক আবাসিকের প্রথম পর্যায়ে দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে জয়ী হয়েছেন বনফূল গ্রুপের পরিচালক এম এ শুক্কুর। তিনি পেয়েছেন ১০৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এডভোকেট জানে আলম পেয়েছেন ৬২ ভোট। ১৮৫ জন ভোটারের মধ্যে ১৭১ জন ভোটার ভোট দিয়েছেন। গত ১৪ ডিসেম্বর (শনিবার) সকাল ১০ টায় শুরু হয়ে বিকেল ৪ টায় ভোট গ্রহণ শেষ হয়। এম এ শুক্কুর জয়ী হওয়ার পর তাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ফলাফল ঘোষণার পর পর গত শনিবার রাত ১২ টার দিকে আনন্দ উল্লাসে মাতেন ভোটাররা। বের করেছেন বিজয় মিছিল। জয়ের পর এক বিবৃতিতে এম এ শুক্কুর আবাসের উন্নয়নে নিজ অর্থায়নে নিরাপত্তায় আনসার নিয়োগ, দুই রোডে গেট নির্মাণ ও রাস্তা–নালা সংস্কারের কথা জানান। প্রেস বিজ্ঞপ্তি।