বাকলিয়া কলেজে অধ্যক্ষের বিদায় সংবর্ধনা

| বুধবার , ১ জানুয়ারি, ২০২৫ at ৭:২৮ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জসিম উদ্দিন খানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২৯ ডিসেম্বর কলেজ অডিটোরিয়ামে অধ্যাপক আবুল কাশেমের সভাপতিত্বে ও অধ্যাপক আবু তাহেরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জসিম উদ্দিন খান। বক্তব্য রাখেন বিসিএস’র প্রাক্তন সভাপতি প্রফেসর ইফতেখার আহমদ খান, বাকলিয়া সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মীর জাফর আহমদ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বশর ভূঁইয়া, পটিয়া সরকারি কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর শহীদ উদ্দিন মাহমুদ, কঙবাজার সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ফজুলল করিম চৌধুরী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রাক্তন সচিব প্রফেসর আবদুল আলীম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) মো. শহিদুল হক চৌধুরী, বাকলিয়া সরকারি কলেজের বিভাগীয় প্রধান (ব্যবস্থাপনা বিভাগ) প্রফেসর রেহেনা আক্তার ইয়াসমিন, চট্টগ্রাম সিটি কলেজের প্রাক্তন বিভাগীয় প্রধান (ইসলামের ইতিহাস) প্রফেসর মোহাম্মদ জসিম উদ্দিন, বাকলিয়া সরকারি কলেজের বিভাগীয় প্রধান (উদ্ভিদ বিদ্যা) প্রফেসর প্রসেনজিৎ পাল, রাঙ্গামাটি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর জাফর আহমদ, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বানু। এছাড়াও অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধসাংস্কৃতিক সংগঠন শুদ্ধ বৃত্তের সভা