বাকলিয়া থানাধীন শাহ আমানত তৃতীয় সেতুর (নতুনব্রিজ) নিচের বালিরমাঠ বস্তিতে লাগা আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রাম মোটর চালক দলের নেতৃবৃন্দ। গত মঙ্গলবার নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক পারভেজ চৌধুরী, বাকলিয়া থানা যুবদল নেতা ইয়াকুব খান, গফুর মেম্বার, ফোরকান, সাইফুল প্রমুখ। এ সময় দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ পারভেজ চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। অতি শীঘ্রই তাদের আইনের আওতায় আনার অনুরোধ জানাচ্ছি। উল্লেখ্য, অগ্নিকাণ্ডে পুড়ে যায় ৩৫নং ওয়ার্ড যুবদল নেতা রানার বসতবাড়ি ও ভাড়ার ঘর। এই অগ্নিকাণ্ডের ঘটনায় তার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। প্রেস বিজ্ঞপ্তি।