বাকলিয়ায় স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ

| রবিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:০৮ পূর্বাহ্ণ

বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বাকলিয়ায় স্বেচ্ছাসেবক দলের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলোত্তর সমাবেশ বক্তারা বলেন, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাতে হবে এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ ইসমাইল সুমনের সভাপতিত্বে ও বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইউনুসের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন নগর স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক মো. ইসহাক খান। অতিথি ছিলেন ১৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলে নেতা মো. ইব্রাহিম সোহেল, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. ইসকান্দার, সদস্য মো. লিটন, নগর স্বেচ্ছাসেবক দল নেতা মো. হালিম আলম, বাকলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. ইমন, মো. তুষার, মো. ইলিয়াস রাজু, মো. জীবন, মো. রুবেল, মো. নয়ন, মো. নাঈম, মো. বাবু, মো. তারেক, মো. নাজমুল, মো. রায়হান, মো. তৌহিদ, মো. শিহাব, মো. শাহ আলম, মো. শাকিল, মো. মোহন প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঐতিহাসিক শিক্ষা দিবস আজ
পরবর্তী নিবন্ধমেরিন সার্ভেয়ার এসোসিয়েশন অফ বাংলাদেশের ৩০ বছর পূর্তি