বাকলিয়ায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৪ জুলাই, ২০২৪ at ১০:১৯ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়ার বাস্তুহারা এলাকায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামী জামাল উদ্দিনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল বুধবার চট্টগ্রামের মহানগর দায়রা জজ জেবুন্নেছা এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। মহানগর পিপি আব্দুর রশীদ আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে বিচারক এ রায় ঘোষণা করেছেন।

আদালত সূত্র জানায়, ২০২২ সালের ১৭ জানুয়ারি বাকলিয়ার বাস্তুহারা দ্বিতীয় তলার মসজিদ গলির সাদেকা বেগমের ভাড়া বাসায় স্ত্রী পারভিন আক্তারকে স্বামী জামাল উদ্দিন শ্বাসরোধ করে হত্যা করেন। এ ঘটনায় পারভিন আক্তারের পরিবার বাকলিয়া থানায় জামাল উদ্দিনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল হলে বিচারক জামাল উদ্দিনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। এরই ধারাবাহিকতায় ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধইভেন্ট ম্যানেজমেন্টের আড়ালে নারী পাচার
পরবর্তী নিবন্ধপলাতক বরকে সিলেট থেকে গ্রেপ্তার