নগরীর বাকলিয়া থানাধীন পূর্ব বাকলিয়ার সেকান্দর বাড়িতে অভিযান চালিয়ে সাবেক কমিশনার মোহাম্মদ জসিম উদ্দিনকে (৫৩) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তারের পর গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তাকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানার ওসি ইখতিয়ার উদ্দিন। তিনি জানান, যৌথ বাহিনীর অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে। তিনি ২০০০ থেকে ২০০৫ পর্যন্ত ১৮ নং পূর্ব বাকলিয়া ওয়ার্ডের কমিশনারের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০০১ সালে ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন।