বাকলিয়ায় বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার ৩

| বুধবার , ৭ মে, ২০২৫ at ১২:১১ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় মাদক অভিযানে গিয়ে বিদেশী পিস্তল ও একটি খালি ম্যাগাজিনসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭।

মঙ্গলবার (৬ মে) বিকাল ৪ টায় নগরের বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকার একটি রুমের ভিতর তল্লাশি চালিয়ে মোড়ানো কালো পলিথিন থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে আছে একটি বিদেশী তৈরী পিস্তল ও একটি খালি ম্যাগজিন।

আসামিরা হলেন বাকলিয়া থানার কল্পলোক আবাসিকের সিরাজুল হকের ছেলে মো. সরোয়ার উদ্দিন (৩৫), একই এলাকার দুলু মিয়ার ছেলে মারুফ হোসেন ও বাকলিয়া থানার ওয়াহিজর পাড়ার মৃত সৈয়দুল হকের ছেলে জামাল উদ্দিন (৩৯)।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, এলাকায় কতিপয় অসাধু মাদক বিক্রেতা মাদক বিক্রয়ের জন্য বাকলিয়ার একটি স্থানে অবস্থান করছে; গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে অভিযান পরিচালনা করে র‍্যাব।

এসময় মাদক বিক্রেতা ধরতে গিয়ে তাদের কাছে কালো পলিথিনে মোড়ানো বিদেশী অস্ত্র ও একটি খালি ম্যাগজিন উদ্ধারপূর্বক জব্দ করে। যদিও এ অভিযানে কোন মাদক উদ্ধার করা হয়নি।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের সংশ্লিষ্ট থানা বাকলিয়ায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে পরবর্তীতে তাদের কারাগারে পাঠানো হবে।

পূর্ববর্তী নিবন্ধছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের আনুষ্ঠানিক যাত্রা শুরু
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়ে চিকিৎসাধীন তরুণের মৃত্যু