বর্ষার সময় বাকলিয়া এলাকা পানির নিচে তলিয়ে যায় তাই জলবদ্ধতা নিরসনের জন্য নগরীর বাকলিয়ার ১৯নং ওয়ার্ডের নয়ামসজীদ এলাকায় নালা পরিষ্কার করেছেন ১৯নং দক্ষিণ বকলিয়া ওয়ার্ডের সাবেক সভাপতি হাজি নবাবখানের নেতৃত্বে বিএনপি নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন মো. ফারুক, বারেক, বেলাল, সুমন, ইউনুস, সোহাগ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।