নগরীর বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকা থেকে চোরাকারবারির সাথে জড়িত দুইজনকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল সকালে বাকলিয়ার রাঁজাখালী সংলগ্ন ফাইভ স্টার গলিতে যৌথ বাহিনীর একটি বিশেষ দল তাকে আটক করে। গ্রেপ্তারকৃতরা হলো–মো. আজগর (৩২) এবং মো. ছোটন মিয়া চৌধুরী (২৮)। গ্রেপ্তার দুইজন বাকলিয়া থানাধীন রাজাখালী রোড চাক্তাই এলাকার মৃত হাজী মোজাহের মিয়ার পুত্র। জানা গেছে, অবৈধভাবে জমি দখল, কর্ণফুলী নদীতে চুরি হওয়া গম, তেল সহ, ফিশ ফিডের আড়ালে নিষিদ্ধ মিট বোনসহ নানা অপরাধের সাথে মো. আজগর।