বাকলিয়ায় আগ্নেয়াস্ত্র ও ম্যাগাজিনসহ আটক ৩

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৮ মে, ২০২৫ at ৬:৫৪ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি খালি ম্যাগাজিনসহ তিনজনকে আটক করেছে র‌্যাব। তারা হলেন, মো. সরোয়ার উদ্দিন, মো. মারুফ হোসেন প্রকাশ মানিক ও মো. জামাল উদ্দিন। গত মঙ্গলবার আবাসিকের একটি বাসা থেকে অভিযান চালিয়ে এ তিনজনকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

র‌্যাব৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন আজাদীকে বলেন, কতিপয় মাদক ব্যবসায়ীর অবস্থানের তথ্যের ভিত্তিতে কল্পলোক আবাসিকের একটি বাসায় অভিযান চালানো চালানো হয়। অভিযানে তিনজনকে আটক ও তাদের হেফাজত থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। জিজ্ঞাসবাদে তারা জানিয়েছেন, তারা পরস্পর যোগসাজসে বিক্রির জন্য আগ্নেয়াস্ত্রটি হেফাজতে রাখে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্ত বৈধ কোনও কাগজপত্র দেখাতে পারেনি। গ্রেপ্তারকৃতদের বাকলিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধউলবাকিয়ায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আশা দেখছেন গবেষকরা
পরবর্তী নিবন্ধহেফজখানায় শিক্ষকের অমানবিক বেত্রাঘাতে গুরুতর আহত শিক্ষার্থী