বাংলাদেশ কলেজ–বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) বাঁশখালী উপজেলা সম্মেলন গত ২৬ মে পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ভবনে বাকবিশিস বিভাগীয় সহ–সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ জাকের হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ আবুল মনসুর মো. হাবিব। ভার্চুয়ালি বক্তব্য দেন, বাকবিশিস কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর। শুভেচ্ছা বক্তব্য দেন, বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) বাঁশখালী সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। বক্তব্য দেন, বিভাগীয় সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ বশির উদ্দিন আহমদ কনক, জেলা সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ দেবপ্রিয় বড়ুয়া অয়ন, সহ–সম্পাদক অধ্যক্ষ সুধীর চক্রবর্তী, সহ–সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ, অধ্যাপক শহীদ উদ্দিন, অধ্যাপক মানিক দে শ্রাবণ, অধ্যাপক রেজাউল করিম, অধ্যাপক মো. মফিজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক মোহাম্মদ হোসেন। সম্মেলনে পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজের অধ্যাপক মোহাম্মদ হোসেনকে সভাপতি, বাঁশখালী কলেজ অধ্যাপক মানিক দে শ্রাবণকে সাধারণ সম্পাদক করে বাকবিশিস বাঁশখালী উপজেলা কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।