বাকবিশিস-এর বিক্ষোভ সমাবেশ

| বুধবার , ২৯ জুন, ২০২২ at ১০:৫৩ পূর্বাহ্ণ

সাভারে বখাটে ছাত্র কর্তৃক অধ্যাপক উৎপল কুমার সরকারকে নির্মমভাবে হত্যা ও নড়াইলের কলেজ অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করাসহ সারাদেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে ও বিচার বিভাগীয় তদন্তপূর্বক দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেশব্যাপী জেলা শহরসমূহে প্রতিবাদ কর্মসূচি ও সমাবেশের অংশ হিসেবে যৌথভাবে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস), চট্টগ্রাম জেলা, বিভাগ ও মহানগর কমিটি।

গতকাল মঙ্গলবার নগরীর চেরাগীর মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাকবিশিস চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ নুরুল আফসারের সভাপতিত্বে এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক রঞ্জন বণিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, বাকবিশিস কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, অধ্যাপক উত্তম চৌধুরী, অধ্যক্ষ কৃষ্ণ কুমার দত্ত, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক, অধ্যাপক অজিত দাশ, অধ্যক্ষ আলম আকতার, অধ্যক্ষ সুধীর চক্রবর্তী, উপাধ্যক্ষ দেবপ্রিয় বড়ুয়া অয়ন, অধ্যাপক অসীম চক্রবর্তী, অধ্যাপক অশোক সাহা, অধ্যাপক সাইফুদ্দিন মো. মোরশেদ, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, অধ্যাপিকা সায়মা সুলতানা, মিটুল দাশগুপ্ত প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরথযাত্রায় ১ দিনের সরকারি ছুটি দাবি
পরবর্তী নিবন্ধখাজা আবদুর রহমান চৌহরভীর (র.) ১০০তম ওরস কাল