বাকখোলা গিরিধারী ধামে আজ থেকে ধর্মীয় অনুষ্ঠান

মীরসরাই প্রতিনিধি | সোমবার , ৪ মার্চ, ২০২৪ at ৮:২৮ পূর্বাহ্ণ

মীরসরাই সদর সংলগ্ন বাকখোলা গ্রামের সুকদেব গোস্বামী মহারাজ ও মোহিনী বৈষ্ণবের সন্নাসগ্রহন তিথি উপলক্ষে ২৭ তম বার্ষিক অষ্টপ্রহর ব্যাপী তারকব্রক্ষ নাম সংকীর্তন আগামীকাল আজ থেকে ৬ মার্চ অনুষ্ঠিত হবে। মহোৎসবে দেশের বিভিন্ন স্থান থেকে আগত সম্প্রদায় দল নামসূধা পরিবেশনসহ নামযজ্ঞ ও ধর্মীয় সংগীতানুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। মহোৎসব যজ্ঞ সফল করতে সকলের সর্বাত্মক সহযোগিতার কৃপা প্রার্থনা করেছেন অধ্যক্ষ নীরদানন্দ গিরি মহারাজ।

পূর্ববর্তী নিবন্ধজিম্মিদের কতজন জীবিত, যুদ্ধবিরতি চুক্তির আগে জানতে চায় ইসরায়েল
পরবর্তী নিবন্ধজিনিয়াস ঘরে বসে আঁকা ও লেখা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ