বাউল গানে সিআরবি রক্ষার দাবি

আজাদী প্রতিবেদন | শনিবার , ৯ অক্টোবর, ২০২১ at ৬:১৭ পূর্বাহ্ণ

বাউল কন্ঠে ধ্বনিত হলো মিলনের প্রত্যয়। অগুনতি শ্রোতা-দর্শক প্রতিবাদ জানান সিআরবিতে বেসরকারি হাসপাতাল নির্মাণ প্রক্রিয়ার। গতকাল শুক্রবার ছুটির দিনে বিকেল পাঁচটা থেকে শুরু হয় এই আয়োজন। প্রতিবাদী এ আয়োজনে কুষ্টিয়া ও মানিকগঞ্জ থেকে বাউল শিল্পীরা যোগ দেন। তারা বলেন, এ সিআরবিতে বর্ষবরণ, বসন্ত উৎসবে আমরাও বিভিন্ন সময় সঙ্গীত পরিবেশন করেছি। তাই যখন শুনেছি, এ সিআরবি আর থাকবে না, প্রাণের টানে ছুটে এসেছি। পরে একে একে তারা পরিবেশন করেন, ‘তিন পাগলের হইল মেলা’, ‘আমি ঐ চরণের দাসের যোগ্য নই’, ‘ভবে কেউ কারও নয় দুঃখের দুঃখী’, ‘ধন্য ধন্য বলি তারে’, মিলন হবে কত দিনে’ সহ সাড়া জাগানিয়া লালন সঙ্গীত।
পরিবেশনায় ছিলেন কুষ্টিয়ার ছেউড়িয়া থেকে আসা সাধক শিল্পী রাখি শবনম, মানিকগঞ্জ থেকে আসা সৈয়দ মোহাম্মদ হোসেন শাহ্‌, লালন গবেষক ড. হানিফ মিয়া, বাউল গবেষক স্বপন মজুমদার, মোহাম্মদ হোসেন প্রমুখ। প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীর ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের প্রতিবাদে সোচ্চার হয়ে আন্দোলন পরিচালনা করে আসছে নাগরিক সমাজ, চট্টগ্রাম। এ নিয়ে তিন মাস চারদিন ধারাবাহিক আন্দোলন চলছে, বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে একটাই কথা বলা হচ্ছে, সিআরবিতে হাসপাতাল চাই না।
গতকালের কর্মসূচিতে উপস্থিত ছিলেন নাগরিক সমাজ, চট্টগ্রামের কো চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কবি ও শিক্ষক হোসাইন কবির, শিক্ষক ইদ্রিস আলী, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিয়া উদ্দিন, মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সজল চৌধুরী, মিঠুল দাশ গুপ্ত, সাংবাদিক ঋত্বিক নয়ন, আবৃত্তি শিল্পী প্রনব চৌধুরী, নুরুল আজিম রনি, মোরশেদ আলম, সাবের আহমেদ, তাপস দে, নারী নেত্রী জেনিফার আলম, মিনু মিত্র, টিটু দত্ত, মাহমুদুল করিম, আনোয়ার পলাশ, মাইমুন উদ্দিন মামুন, সাজ্জাদ হোসেন জাফর, মজিদ রহমান বিপ্লব প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধলক্ষ্মীপুরে ছয় ছাত্রের চুল কেটেছেন মাদ্রাসা শিক্ষক
পরবর্তী নিবন্ধচবিতে ঢাবির চ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ