বিভিন্ন স্থানে বাউল শিল্পীদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলার তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, দ্রুত এর ফলাফল জানা যাবে। মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য জায়গাতেও পুলিশ অভিযানে নেমেছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। এদিন অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভার বিষয়ে জানাতে সাংবাদিকদের সামনে এসেছিলেন প্রেস সচিব। খবর বিডিনিউজের।
পালাগানে ধর্ম অবমাননার অভিযোগে মানকিগঞ্জের বাউল শিল্প আবুল সরকারকে এক মামলায় গ্রেপ্তার করে পুলিশ। পরে তার মুক্তির দাবিতে একদল বাউলশিল্প শহরে কর্মসূচি পালন করতে গেলে স্থানীয় মুসল্লিরা পাল্টা কর্মসূচি দেয়। মুসল্লিদের হামলায় বেশ কয়েকজন বাউল আহত হন। অনেকে দৌড়ে জলাশয়ে নেমে প্রাণ রক্ষা করেন। এসব ঘটনায় দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদ চলছে। দেশের বিভিন্ন স্থানে বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনেও একাধিক হামলার ঘটনা ঘটেছে।
এরমধ্যে হামলার ঘটনায় মানিকগঞ্জে এক ভুক্তভোগী অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন। তবে ওই মামলায় এখনও কোনো গ্রেপ্তার নেই। বিফ্রিংয়ের সময় উপদেষ্টা পরিষদে সাম্প্রতিক এসব পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছিল কি না জানতে চাইলে প্রেস সচিব বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব নিয়ে আলাপ হয়নি। তবে যতদূর জানি যারা বাউলদেরকে আক্রমণ করেছে তাদেরকে খুব দ্রুত গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য জায়গায় যেখানে হামলা হয়েছে, সেখানে পুলিশ খুব সাঁড়াশি অভিযান করছে। দ্রুত আপনারা ফলাফল জানতে পারবেন।











