বাউবি মাস্টার্স প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্ব স্ব আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠানের দাবি

| সোমবার , ২১ জুলাই, ২০২৫ at ১১:৩২ পূর্বাহ্ণ

বাউবি মাস্টার্স প্রোগ্রামের ভর্তি পরীক্ষা গাজীপুর নয়, স্ব স্ব আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠানের দাবি জানিয়েছে বাউবি শিক্ষার্থীদের কল্যাণমূলক সংগঠন ‘ডাক দিয়ে যাই’। সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব ফরহাদ হোসেন এ ব্যাপারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, মাস্টার্সের ভর্তি পরীক্ষার নোটিশে গাজীপুরে পরীক্ষা হবে এমন কিছু লেখা ছিল না, নোটিশে লেখা ছিল মাস্টার্স কার্যক্রমের সকল পরীক্ষা স্ব স্ব আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ভিসি ড. এবিএম ওবায়দুল ইসলাম ও প্রোভিসি ড. রওশন দিল জিন্নাত আরা নাজনিন এর সাথে আমাদের কথা হয়েছে, তারা বরাবরের মত শিক্ষার্থীদের পক্ষে আছেন। তারা মাস্টার্স প্রোগ্রামের দায়িত্বরত ডিন অধ্যাপক তানভির আহসানকে নির্দেশনা দিয়েছেন স্ব স্ব আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য। কিন্তু ডিন অধ্যাপক তানভির আহসান তাদের সিদ্ধান্তকে উপেক্ষা করে গাজীপুরে পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। এতে দূরদূরান্তের হাজারো শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়বে।

সংবাদ সম্মেলনে উপস্থিত চুমকি আক্তার বলেন, তিনি আট মাসের প্রেগন্যান্ট অবস্থায় আছেন। গাজীপুর গিয়ে পরীক্ষা দিতে হবে জানলে কখনও আবেদনই করতেন না। আরেক ভর্তি পরীক্ষার্থী কাজী জাকির হোসেন বলেন, বাউবি প্রতিষ্ঠিত হয়েছে অসহায় ঝরে পড়া শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা স্বপ্ন বাস্তবায়নের জন্য। মাস্টার্সের ভর্তি পরীক্ষার এ একক সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব। আমজাদ হোসেন নামের আরেক পরীক্ষার্থী বলেন, তিনি একজন গার্মেন্টস কর্মী। গাজীপুর গিয়ে ৫ হাজার টাকা খরচ করে তার পক্ষে পরীক্ষা দেওয়া কখনও সম্ভব না।

শিক্ষার্থীরা এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা না করলে শিক্ষার্থীদের জীবন ও উচ্চশিক্ষার স্বপ্ন চরমভাবে ব্যাহত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআহমদ ছাফা (র.) ইবতেদায়ী মাদ্রাসার মাসিক সভা
পরবর্তী নিবন্ধকোতোয়ালী থানা বিএনপির মৌন মিছিল