বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নবাগত এসএসসি শিক্ষার্থীদের জন্য নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করে অরাজনৈতিক সংগঠন ‘ডাক দিয়ে যাই’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম পশ্চিম অঞ্চলের সাধারণ সম্পাদক ও মহসিন কলেজের ভিপি পারভেজ খান, বিশেষ অতিথি ছিলেন মহসিন কলেজের ভারপ্রাপ্ত জিএস কফিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন, এজিএস রুবেল হোসেন, সিটি কলেজের আহ্বায়ক সাকিল, সচিব মিজান, সরকারি মহিলা কলেজের প্রো–ভিপি রাসেল।
সঞ্চালনায় ছিলেন সরকারি মহিলা কলেজের এজিএস সালমা আক্তার ও ফৌজদার হাট স্কুলের আহ্বায়ক ইমরান।
প্রধান অতিথির বক্তব্যে পারভেজ খান বলেন, ঝরে পড়া শিক্ষার্থীদের নতুন করে শিক্ষা নিয়ে বাঁচার স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য ‘ডাক দিয়ে যাই’ সংগঠন প্রতিজ্ঞাবদ্ধ।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের নিয়ে ৬ সদস্যের একটি প্রতিনিধি কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












