আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এতে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ৭ জন নেতার নাম ঘোষণা করা হয়। তারা হলেন, বর্তমান ইউপি চেয়ারম্যান মো. আলম, ইউপি আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, যুবলীগ সভাপতি আবুল কালাম, শ্রমিকলীগ সভাপতি উচাথোয়ই চাক, ছাত্রলীগ সভাপতি এস এন কে রিপন, কৃষকলীগ সভাপতি আবু জাফর ও স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবুল হোসেন। নৌকা প্রতীকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করলেও দলীয় সিদ্ধান্ত মেনে নেবেন বলেও জানান তারা।
গতকাল সকাল সাড়ে ১০টায় বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাইশারী ইউপি আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর।
শাহাব উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আবদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের কোম্পানি, সাধারণ সম্পাদক মো. ইমরান, ডা. সিরাজ, আবু তাহের বাহাদুর, জেলা পরিষদ সদস্য ক্যান ওয়েন চাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মংলাওয়াই মার্মা, বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম, মংথোয়াইলা মার্মা প্রমুখ।












