বাইশারীতে উপজাতি কিশোরীর আত্মহত্যা

মায়ের সঙ্গে অভিমান

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ এপ্রিল, ২০২১ at ৬:৫০ পূর্বাহ্ণ

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে নাইএছা মার্মা (১৫) নামে এক উপজাতি কিশোরী আত্মহত্যা করেছে। গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দৈয়ার বাপের মার্মা পাড়ায় এ ঘটনা ঘটে। নাইএছা মার্মা বাইশারী উচ্চবিদ্যালয় ও কলেজের দশম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম মংলা ওয়াইন মার্মা।
কিশোরীর মা উখেনু মার্মা জানান, প্রতিদিনের মত নিজেদের ধানখেত পরিচর্যার জন্য সকাল ৮টায় বাড়ি থেকে বের হন। এর আগে বাড়ির কাজ-কর্মের জন্য মেয়েকে বকা দেন তিনি। কাজ শেষে বাড়িতে ফিরে মেয়েকে ঘরের চালের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে প্রতিবেশীদের সহায়তায় মেয়েকে নামানো হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
নাইএছা মার্মার বাবা রাবার বাগানে চাকুরি করেন। ভোরেই চাকরিতে চলে যান তিনি। স্থানীয় বাসিন্দা ও উপজাতীয় নেতা নিউলামং মার্মা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মেয়েটি তার মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে বলে জানান তিনি। এ ব্যাপারে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) এনামুল হক ভূঁইয়া বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদ্বিতীয় ডোজ নিলেন আরও ১৩ হাজার মানুষ
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডের ২০ হাজার জেলের কঠিন সময়