বাইশফাঁড়ি বিজিবি ক্যাম্পে চোরাকারবারিদের হামলা

৩ বিজিবি সদস্য আহত, আটক ৪

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি  | সোমবার , ৩ এপ্রিল, ২০২৩ at ৫:১৮ পূর্বাহ্ণ

জব্দ করা গরু ফেরত নিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি বিজিবি ক্যাম্পে হামলা চালিয়েছে চোরাকারবারিরা। গত শনিবার বিকালে এ ঘটনা ঘটে। এতে বিজিবির তিন সদস্য আহত হয়েছেন। তারা হলেন হাবিলদার চম্বক কুমার পাল (৫৩), নায়েক মুশফিকুর রহমান (৪৯) ও নায়েক মো. হাছান। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে। তারা হলেন সুমন তংচংঙ্গা (২৮), চুতিঅং তংচংঙ্গা (৩৬) রৈশমং তংচংঙ্গা (৬০) ও আনতুমং তংচঙ্গা (৪০)

৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি কঙবাজার থেকে সীমান্তের এ স্পটে যান। তারা আইনি প্রক্রিয়ায় অগ্রসর হচ্ছেন। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টানটু সাহা বলেন, এ ঘটনায় বিজিবি বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করেছে। আসামি গ্রেপ্তার আছে ৪ জন। বাকি সবকিছু তদন্তে বেরিয়ে আসবে।

পূর্ববর্তী নিবন্ধরসালো মিষ্টি তরমুজ চেনার উপায়
পরবর্তী নিবন্ধসম্মিলিত পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী