আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভারতের নয়াদিল্লিতে জি–২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সেলফি তোলা দেখে বিএনপির পশ্চাৎযাত্রা শুরু হয়েছে। তিনি বলেন, আজকে নতুন একটা খবর আছে, জি–২০ সম্মেলন হচ্ছে দিল্লীতে। বিএনপি আটলান্টিকের ওপারে হোয়াইট হাউসের দিকে তাকিয়ে ছিল, সেখান থেকে নিষেধাজ্ঞা দিবে এ আশায় ছিলো বিএনপি। কিন্তু কী দেখা গেল? জি–২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জো বাইডেন নিজেই সেলফি তুলেছেন। এদেখে বিএনপির পশ্চাৎযাত্রা শুরু হয়েছে। খবর বাসসের।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু ৯ম পৃষ্ঠার ৩য় কলাম
এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে ওবায়দুল কাদের এ কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দিল্লীতে বাইডেন নিজেই সেলফি তুললেন শেখ হাসিনার সঙ্গে, সাথে পুতুলও ছিলেন। বিএনপির এখন কী হবে? পতনযাত্রা নাকি পশ্চাৎযাত্রা। কেবলই পিছনের দিকে বিএনপিকে যেতে হচ্ছে। আজকের সেলফি দেখে বিএনপি নেতাদের ঘুম হারাম হয়ে গেছে। আগামী নির্বাচনে অংশ নিতে বিএনপি তলে তলে প্রস্তুতি নিচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আপনাদের একটি খবর দেই, বিএনপি উপরে উপরে আন্দোলন করছে, আর তলে তলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। একেক আসনে টাকাওয়ালা ২–৩ জন প্রার্থী, যার যতো টাকা, লন্ডনে পাঠাচ্ছে। আর মনোনয়নের জন্যে লন্ডনে পাড়ি জমাচ্ছে। বিএনপি নির্বাচনে না আসলে, তারেক রহমান মনোনয়ন বাণিজ্য করবে কি করে? নির্বাচন না করলে তারেক রহমান টাকা পাবে কই!