যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউস প্রেস টিমে যাদের নাম ঘোষণা করেছেন তাদের সকলেই নারী।
দেশটির ইতিহাসে এ প্রথম বারের মতো এ ধরণের উদ্যোগ নেয়া হয়েছে বলে বাইডেন কার্যালয় থেকে বলা হয়েছে। এর মধ্যে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি হিসেবে জেন পাসাকির নাম ঘোষণা করা হয়েছে। পাসাকি (৪১) এর আগে ওবামা-বাইডেন আমলে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালকসহ একাধিক সিনিয়র পদে দায়িত্ব পালন করেছেন। খবর বাসসের।
এক বিবৃতিতে বাইডেন বলেছেন, আজ আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি প্রথম বারের মতো হোয়াইট হাউসের সিনিয়র যোগাযোগ দল নারীদের সমন্বয়ে গঠিত হচ্ছে। তিনি আরো বলেন, এই দক্ষ, অভিজ্ঞ জনসংযোগকারীরা বিভিন্ন দৃষ্টিকোন থেকে এবং দেশকে আরো উন্নত করে গড়তে অভিন্ন অঙ্গীকার নিয়ে কাজ করবেন। পাসাকি ছাড়াও আরো ছয় জনকে বিভিন্ন পদে নিয়োগ দেয়া হয়। এর মধ্যে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক হিসেবে বাইডেনের উপ-প্রচার ব্যবস্থাপক কেট বেডিং ফিল্ডকে নিয়োগ দেয়া হয়েছে। হোয়াইট হাউসের উপ-যোগাযোগ পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পিলি তোবার। উল্লেখ্য, এসব নিয়োগে সিনেটের অনুমোদন লাগবে না।