বাইডেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন, কেরি জলবায়ু দূত

মন্ত্রিসভার সম্ভাব্য ৬ সদস্যের নাম ঘোষণা

| বুধবার , ২৫ নভেম্বর, ২০২০ at ১১:০৩ পূর্বাহ্ণ

পররাষ্ট্র নীতি বিষয়ক দীর্ঘদিনের উপদেষ্টা অ্যান্টনি ব্লিনকেনকে নতুন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ২০ জানুয়ারি শপথ নিতে যাওয়ার বাইডেন সোমবার ব্লিংকেনসহ তার প্রশাসনের বেশ ক’জন শীর্ষ কর্মকর্তার নাম ঘোষণা করেছেন বলে জানিয়েছে সিএনএন। বারাক ওবামা প্রশাসনের শেষ সময়ে বছর দুয়েক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা ব্লিনকেন ফ্রান্সে পড়াশোনা করেছেন। সঙ্গীত এবং ফুটবলের প্রতি তার আকর্ষণ প্রবল বলে জানিয়েছে গার্ডিয়ান।
দায়িত্ব পাওয়ার পর তাকে প্যারিস জলবায়ু চুক্তি, ইরান পরমাণু চুক্তি ও জাতিসংঘের যেসব সংস্থা থেকে ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে এসেছিলেন সেগুলোতে পুনঃপ্রবেশ এবং বিশ্বজুড়ে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানবাধিকার নিশ্চিতে যুক্তরাষ্ট্রের চ্যাম্পিয়ন ভাবমূর্তি ফিরিয়ে আনতে ভূমিকা রাখতে হবে। নভেম্বরের নির্বাচনে জয়ী বাইডেন তার নতুন প্রশাসনে যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে তার জলবায়ু বিষয়ক বিশেষ দূত হিসেবে বেছে নিয়েছেন।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান হিসেবে মনোনয়ন দিয়েছেন কিউবায় জন্ম নেওয়া আইনজীবী আলেহান্দ্রো মায়োরকাসকে। নিয়োগ পেলে তিনিই হবেন এ পদে প্রথম ল্যাটিনো।
সিআইএ-র সাবেক উপপরিচালক অ্যাভ্রিল হেইনসকে ন্যাশনাল ইন্টিলিজেন্সের পরিচালক মনোনয়ন দিয়েছেন বাইডেন। কাজ শুরু করতে পারলে অ্যাভ্রিলই হবেন গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানের প্রথম নারী পরিচালক। নতুন প্রশাসনে মন্ত্রী পদমর্যাদায় জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্ব পেতে যাচ্ছেন লিন্ডা থমাস-গ্রিনফিল্ড। বাইডেন তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে জ্যাক সুলিভানকে দায়িত্ব দিয়েছেন; বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালে সুলিভান তার নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। নতুন প্রশাসনের জন্য বাইডেন এখন পর্যন্ত যে কর্মকর্তাদের বেছে নিয়েছেন তারা প্রায় সবাই ২০০৯-২০১৭ সাল পর্যন্ত ওবামা-বাইডেন প্রশাসনেও বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। খবর বিডি-বাংলার।
বাইডেনের মন্ত্রিসভার সম্ভাব্য ৬ সদস্যের নাম ঘোষণা :
যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন আনুষ্ঠানিকভাবে তার সম্ভাব্য মন্ত্রিসভার ছয় সদস্যের নাম ঘোষণা করেছেন। এদের মধ্যে তিনজন ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক পদস্থ কর্মকর্তাও আছেন। ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষরকারী সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে জলবায়ু বিষয়ক বিশেষ প্রতিনিধির দায়িত্ব দিয়েছেন জো বাইডেন। নির্বাচনী প্রচারাভিযানের সময় বাইডেন বলেছিলেন, তিনি ক্ষমতা হাতে পাওয়ার প্রথম দিনই আমেরিকাকে প্যারিস জলবায়ু চুক্তিতে ফিরিয়ে নেবেন। বারাক ওবামার শাসনামলের সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এবং জ্যাক সুলিভান পেয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব। ব্লিংকেন ও সুলিভান দু’জনই ২০১৫ সালে জন কেরির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদস্থ কর্মকর্তা হিসেবে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা স্বাক্ষরের আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। জো বাইডেন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার তার মন্ত্রিসভার ছয় সদস্যের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে বলেন, আমি এমন একটি টিম নিয়ে কাজ করতে চাই যারা আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার ভাবমর্যাদা পুনরুদ্ধার করতে আমাকে সাহায্য করবেন, যাতে আমি বিশ্বের সামনে থাকা বৃহৎ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারি। জো বাইডেন মন্ত্রিসভার অপর তিন সদস্য হলেন অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী আলেজান্দার মায়োরকাস, জাতিসংঘে আমেরিকার স্থায়ী প্রতিনিধি লিন্ডা থমাস-গ্রিনফিল্ড এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক অ্যাভরিল হাইনেস। অন্যদিকে এখনো পরাজয় স্বীকার করেননি ক্ষমতাসীন প্রেসিডেন্ট ট্রাম্প। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে তার কথিত নির্বাচনী অভিযোগ এরইমধ্যে খারিজ হয়ে গেছে। কিন্তু তিনি বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার হুমকি দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকরোনায় মৃত্যু ১৪ লাখ ছাড়াল
পরবর্তী নিবন্ধআব্দুল জলিল সওদাগর