বাইডেনের নেগেটিভ

আজাদী ডেস্ক | শনিবার , ৩ অক্টোবর, ২০২০ at ৬:০২ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রে নির্বাচনের মাত্র এক মাস আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় বড় ধরনের ধাক্কা খেয়েছে তার নির্বাচনী প্রচার। প্রশ্ন ওঠে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আরেক প্রার্থী জো বাইডেনের অবস্থা কী? তিনিও কি আক্রান্ত? গতরাতে সর্বশেষ খবরে জানা গেছে, ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন এ যাত্রায় ভাইরাস সংক্রমিত হননি। এমনকী ট্রাম্পের ঘনিষ্ঠ সংস্পর্শে থাকা ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং তার স্ত্রীরও করোনাভাইস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। ট্রাম্পের আক্রান্ত হওয়ার খবর আসার পর থেকেই সার্চ ইঞ্জিন গুগলে মানুষ উদগ্রীব হয়ে ভিড় করে বাইডেনের খবর জানার জন্য। বিতর্কের দিন ট্রাম্পের সঙ্গে একই মঞ্চে ছিলেন প্রতিপক্ষ ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন। ওই বিতর্কের পরদিন ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিঙের করোনা পজিটিভ আসে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, হিঙের আক্রান্ত হওয়ার খবর প্রায় সঙ্গে সঙ্গেই জেনে গিয়েছিল ট্রাম্পসহ পুরো প্রশাসন। কিন্তু খবরটি বেশ কিছু সময় গোপন রাখার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রে স্বাস্থ্য নির্দেশিকা অনুযায়ী, করোনা পজিটিভ রোগীর ঘনিষ্ঠ সংস্পর্শে আসা ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে বিষয়টি জানিয়ে দেওয়াই নিয়ম।

বিবিসি জানায়, উদ্বেগের কারণে শুক্রবার সকালেই বাইডেনের পাশাপাশি তার স্ত্রীরও করোনাভাইরাস পরীক্ষা করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছেন তাদের চিকিৎসকরা। এরপর বাইডেন জানান, তাদের দুইজনেরই পরীক্ষার ফল ‘নেগেটিভ’ এসেছে।

ওদিকে, ট্রাম্পের আক্রান্ত হওয়ার খবর পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সস্ত্রীক করোনাভাইরাস পরীক্ষা করিয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। পরীক্ষায় দুইজনেরই ফল ‘নেগেটিভ’ এসেছে বলে জানিয়েছেন পেন্সের মুখপাত্র।

হোয়াইট হাউজের চিফ অব স্টাফ মার্ক মেডোস জানিয়েছেন, ট্রাম্পের করোনাভাইরাসের উপসর্গ খুবই মৃদু। তিনি এখনও যথেষ্ট উদ্যমী। ট্রাম্প কাজ চালিয়ে যাচ্ছেন এবং চালিয়ে যাবেন। তিনি খুব দ্রুতই সেরে উঠবেন বলেও মেডোস আশা প্রকাশ করেন।

পূর্ববর্তী নিবন্ধচবির এক কর্মচারীকে অপর কর্মচারীর মারধর
পরবর্তী নিবন্ধসঙ্কট গভীর হতে পারে যুক্তরাষ্ট্রে কী ঘটবে নির্বাচনে