বাইডেনের নিরাপত্তা জোরদার

আজাদী ডেস্ক | শনিবার , ৭ নভেম্বর, ২০২০ at ৫:০৬ পূর্বাহ্ণ

জয়ের একেবারে দ্বারপ্রান্তে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন। তাই আগেভাগেই তার নিরাপত্তা জোরদার শুরু করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। গতকাল শুক্রবার ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইতোমধ্যে বাইডেনের নিরাপত্তায় সিক্রেট সার্ভিসের বেশ কিছু কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। তার নিরাপত্তা জোরদার করতে আরও কয়েক ডজন কর্মকর্তা তাদের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন। নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, সাধারণত যখন কেউ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তখনই তার পূর্ণ নিরাপত্তা দেওয়া হয়।
সিএনএন জানিয়েছে, বাইডেনের প্রধান নির্বাচনী প্রচারকেন্দ্র উইলমিংটনের দিলাওয়ারে সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, এখান থেকেই স্থানীয় সময় বাইডেন তার বিজয়ের ঘোষণা দিতে পারেন। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে উইলমিংটনে বাইডেনের বাড়ি ও নগরীর চেজ সেন্টারের ওপর দিয়ে বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে বাইডেন শিবির থেকে এ বিষয়ে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভারপ্রাপ্ত বিচারকে চলছে চট্টগ্রামের ১৬ আদালত
পরবর্তী নিবন্ধট্রাম্পের ভাষণের লাইভ সমপ্রচার বন্ধ করল আমেরিকার টিভি চ্যানেল