মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেহে ক্যান্সারজনিত ক্ষত ছিল, যা গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় অপসারণ করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তার ক্যান্সারে আক্রান্ত সব টিস্যু অপসারণ করা হয়েছে, এবং এ নিয়ে আর কোনো চিকিৎসার দরকার নেই, তবে চলমান স্বাস্থ্যসেবার অংশ হিসেবে
তার ত্বকের ওপরও নজর রাখা হবে, বাইডেনের চিকিৎসক এমনটাই বলেছেন বলে জানিয়েছে বিবিসি। ফেব্রুয়ারিতে ৮০ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্টের যেসব শারীরিক পরীক্ষা–নিরীক্ষা হয়েছিল, তাতে তিনি যে সুস্থ এবং দায়িত্ব পালনে সক্ষম তা বেরিয়ে এসেছে বলে দাবি করেছিল হোয়াইট হাউস। খবর বিডিনিউজের।
শুক্রবার মার্কিন গণমাধ্যমে পাঠানো বাইডেনের চিকিৎসক কেভিন ও’কনরের লেখা নোটে বলা হয়েছে, গত ১৬ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসির বাইরে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে বাইডেনের বুক থেকে ক্ষতিগ্রস্ত টিস্যুগুলো অপসারণ করা হয়েছে। আর কোনো চিকিৎসার প্রয়োজন নেই, যেখান
থেকে টিস্যু অপসারণ করা হয়েছে, বায়োপসির পর সেখানকার ক্ষতস্থান চমৎকারভাবে সেরে উঠেছে, বলেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের দেহে যে ধরনের ক্যান্সার পাওয়া গেছে, সেই বাসেল সেল কার্সিনোমা সাধারণত ছড়ায় না, কিংবা শরীরের এক জায়গা থেকে অপসৃত হলে, অন্য অংশে হাজির হয় না। এই
বাসেল এবং স্কোয়ামুস সেল কার্সিনোমা জাতীয় ত্বকের ক্যান্সারই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি দেখা যায় বলে জানিয়েছে সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। এ জাতীয় ক্যান্সার খুবই কম ক্ষতি করে, আগেভাগে চিকিৎসা করা গেলে সহজে নিরাময়ও করা যায়, বলছে স্কিন কেয়ার ফাউন্ডেশন।