বাইডেনের জয় উল্টে দিতে ভোট ‘খুঁজতে’ বলেছিলেন ট্রাম্প

| মঙ্গলবার , ৫ জানুয়ারি, ২০২১ at ১১:০৩ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল উল্টে দিতে পর্যাপ্ত ভোট ‘খোঁজার’ জন্য ডনাল্ড ট্রাম্প জর্জিয়ার শীর্ষ নির্বাচনী কর্মকর্তাকে বলছেন, এমন কথোপকথনের রেকর্ড প্রকাশিত হয়েছে। আমি শুধু ১১,৭৮০টি ভোট খুঁজে পেতে চাই, ওয়াশিংটন পোস্টের প্রকাশ করা একটি রেকর্ডিংয়ে জর্জিয়ার রাষ্ট্র সচিব ব্র্যাড রাফেনস্পারগারকে বলেছেন ট্রাম্প। উত্তরে ‘জর্জিয়ার ফল সঠিক আছে’, রাফেনস্পারগারকে এমনটি বলতে শোনা গেছে বলে জানিয়েছে বিবিসি। পোস্টের প্রকাশ করা অংশে ট্রাম্পকে জর্জিয়ার রাষ্ট্র সচিবকে পর্যায়ক্রমে স্তুতি ও চাপ দিতেও শোনা গেছে। তিনি জর্জিয়ার নির্বাচনে জয়ী হয়েছেন, এ বক্তব্যে জোর দিয়ে রাফেনস্পারগারকে ট্রাম্প বলেন, আপনি পুনর্গণনা করেছেন বললে তো ভুল কিছু বলা হবে না।

পূর্ববর্তী নিবন্ধনাইজারে দুই গ্রামে হামলায় নিহত ১০০
পরবর্তী নিবন্ধফাইজারের ভ্যাকসিন নিয়ে আইসিইউতে চিকিৎসক