বাইডেনকে বুড়ো বললেন ৭৮ বছরের ট্রাম্প

| রবিবার , ১৬ জুন, ২০২৪ at ১০:৩৫ পূর্বাহ্ণ

চলতি বছরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এবারের নির্বাচনে বয়স একটি মুখ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের মধ্যে নির্বাচন নিয়ে বাকযুদ্ধ হচ্ছে। এর মধ্যেই একজন আরেকজনকে বুড়ো বলে আখ্যা দিয়েছেন। বর্তমান প্রেসিডেন্ট বাইডেনকে বুড়ো বলে আক্রমণ করেন ট্রাম্প। খবর বাংলানিউজের। শুক্রবার (১৪ জুন) রাতে নিজের ৭৮তম জন্মদিনে ফ্লোরিডায় ভাষণ দেওয়ার সময় একথা বলেন ট্রাম্প। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, ফ্লোরিডায় ভাষণ দেওয়ার সময় বাইডেনকে বুড়ো বলার পাশাপাশি তার দলকে বেসামাল বলে মন্তব্য করেন ট্রাম্প। আগামী নভেম্বরের নির্বাচনে নিজের প্রতিপক্ষকে দুর্বল বলেও আখ্যা দেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধক্যান্সার আক্রান্ত হওয়ার পর প্রথমবার জনসমক্ষে ব্রিটিশ যুবরানি
পরবর্তী নিবন্ধযুদ্ধ বন্ধে পুতিনের শর্ত, কিয়েভের প্রত্যাখ্যান