বাইক স্টান্ট রাইডার আব্দুর রাহিম যোগ দিচ্ছেন রাশিয়ার ইয়ুথ ফেস্টিভ্যাল অ্যাসেম্বলিতে

| মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:৩১ পূর্বাহ্ণ

বাংলাদেশের স্বনামধন্য বাইক স্টান্ট রাইডার ও ব্লগার আব্দুর রাহিম রাশিয়া সরকারের আমন্ত্রণে অংশ নিতে যাচ্ছেন ‘ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল অ্যাসেম্বলি ২০২৫’তে। আগামী ১৭২১ সেপ্টেম্বর নিঝনি নোভগোরদে অনুষ্ঠিত এ আসরে তিনি স্পোর্টস ক্যাটাগরিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তার যাবতীয় ব্যয়ভার বহন করবে রাশিয়া সরকার। এছাড়া ২১২৭ সেপ্টেম্বর তিনি ইভানোভো রিজিওনের রিজিওনাল হসপিটালিটি প্রোগ্রামে যোগ দেবেন। রাশিয়ান কনসাল জেনারেল আশিক ইমরানের সঙ্গে সাক্ষাতে রাহিমের এ সফরকে জীবনের বিশেষ প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন। স্টান্ট রাইডার ছাড়াও তিনি রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগাং লেক সিটির কমিউনিটি সার্ভিস ডিরেক্টর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাদিসের যথার্থ চর্চা ও মাহাত্ম্য অনুধাবন করা গেলে সুন্দর, সুস্থ সমাজ প্রতিষ্ঠা সম্ভব : মেয়র
পরবর্তী নিবন্ধকাপাসগোলা সিটি কর্পোরেশন কলেজে ওরিয়েন্টেশন ক্লাস