বাইক থেকে লাফিয়ে পড়ে রক্ষা পেলেন অপহৃত ব্যবসায়ী

জনতার ধাওয়ায় ধরা এক অপহরণকারী

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২৪ মার্চ, ২০২৫ at ৫:৪৭ পূর্বাহ্ণ

টাকা না পেয়ে রাঙ্গুনিয়ার এক ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা অপহরণকারীরা। পথিমধ্যে মোটরসাইকেল থেকে লাফিয়ে পড়ে তিনি রক্ষা পান অপহরণকারীদের হাত থেকে। আর জনতা এক অপহরণকারীকে ধরে পুলিশে সোপর্দ করে। একজন পালিয়ে যায়। শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে। গ্রেপ্তার অপহরণকারীর নাম মো. হাসান (৪০)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের মোগলের হাট এলাকার মো. ইলিয়াসের ছেলে। পুলিশ জানায়, রাঙ্গুনিয়া থানায় তার নামে ডাকাতির মামলা রয়েছে।

শুক্রবার রাতে কাপ্তাই উপজেলার ওয়াগ্‌গা বড়ইছড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১০ টার দিকে রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ভূমিরখীল গ্রামের ব্যবসায়ী মো. আহসান উল্লাহ তার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। অভিযুক্তরা আহসান উল্লাহ’র পথরোধ করে টাকা দাবি করে। টাকা না দেয়ায় অপহরকারীরা আহসান উল্লাহকে মোটর সাইকেলে করে কাপ্তাইয়ের দিকে রওনা হয়। বড়ইছড়ি এলাকায় আহসান উল্লাহ চলন্ত মোটরসাইকেল থেকে লাফিয়ে পড়ার সময় অভিযুক্ত অপহরণকারী হাসানও পড়ে যায়। এই সময় আহসান উল্লাহ সহযোগিতা চাইলে স্থানীয় লোকজন হাসানকে আটক করে ও মো. রানা পালিয়ে যায়।

রাঙ্গুনিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার বলেন, হাসান ডাকাত দলের একজন। তার বিরুদ্ধে থানায় ডাকাতি, মাদক মামলাসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্নের ফেরি সন্দ্বীপ যাবে আজ
পরবর্তী নিবন্ধরোজাদার যাত্রীদের মাঝে ইফতার বিতরণ মারছা গ্রুপের