কক্সবাজার শহরের বাইপাস উত্তরণ আবাসিক এলাকায় যুবদলের দুই নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। মোটরসাইকেলে হেলমেট পরে আসা দুর্বৃত্তরা গুলি করে সেখান থেকে পালিয়ে যায়। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন, লারপাড়া এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (৩৫) ও মোহাম্মদ ফারুক (৩৪)। এই ঘটনার প্রতিবাদে গতকাল বিকালে বাইপাস সড়কের কক্সবাজার বাসটার্মিনাল সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে যুবদলের নেতাকর্মী ও স্থানীয় লোকজন।
আহতরা জানান, তারা দুজন একটি মোটরসাইকেলে করে কক্সবাজার শহরের কলাতলী মোড় থেকে বাসটার্মিনালের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বাইপাস সড়কের কাটা পাহাড় এলাকায় গেলে পেছন থেকে হেলমেট পরা দুই মোটরসাইকেল আরোহী তাদের পিছু নেন। এক পর্যায়ে তারা কাছাকাছি চলে আসে। এসময় প্রথমে পেছন থেকে গুলি করে। তা লক্ষ্যভ্রষ্ট হয়। তারপর এলোপাতাড়ি গুলি বর্ষণ করে। এতে দুই যুবদল নেতাই গুলিবিদ্ধ হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে পাঠান কর্তব্যরত চিকিৎসক।
কঙবাজার পৌর যুবদলের সভাপতি আজিজুল হক সোহেল বলেন, সাইফুল ও ফারুক দুজনই সক্রিয়ভাবে যুবদলের রাজনীতিতে জড়িত।
এই ঘটনার প্রতিবাদ ও গুলিবর্ষণকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বিকালে বাইপাস সড়কের কঙবাজার বাসটার্মিনাল সংলগ্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন যুবদল ও স্থানীয়সহ বিপুল লোকজন। এতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এসময় বিক্ষোভকারীরা সড়কে টায়ার জ্বালিয়ে হামলার প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। না হলে আরো কঠোর কর্মসূচী দেয়ার হুঁশিয়ারি দেন। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আশ্বস্ত করে বিক্ষোভকারীদের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ এ. এন. এম. সাজেদুর রহমান। স্থানীয়রা জানান, ২০২৩ সালের জানুয়ারিতে গুলিবিদ্ধ সাইফুলের আপন ভাই সাইদুল ও চাচাতো ভাই কায়সারকে ব্যাডমিন্টন খেলায় বাকবিতণ্ডার জেরে হত্যা করা হয়েছিল।
এ ব্যাপারে কঙবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করেছে, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।












