মীরসরাই উপজেলার বারইয়ারহাট থেকে রামগড়গামী সড়কের করেরহাট এলাকায় ট্রাকের ধাক্কায় রুমি আক্তার (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত রুমি আক্তার মাটিরাংগা থানার তবলছড়ি গ্রামের নুরুল আমিনের স্ত্রী।
জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে স্বামী নুরুল আমিনের সাথে রুমি মোটরসাইকেলে চড়ে রামগড়ের দিকে যাচ্ছিলেন। করেরহাট এলাকায় একটি অজ্ঞাত ট্রাকের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে স্বামী–স্ত্রী দুজন সিটকে পড়ে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. শিফাত রুমিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জোবায়ের হোসেন জানান, রুমি আক্তারকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। ঘটনার পর জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন এসে ওই নারীর মৃতদেহ স্বামী নুরুল আমিনের কাছে হন্তান্তর করেন।