কক্সবাজারের টেকনাফ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে দুটি মোটরসাইকেলে করে চট্টগ্রামে পাচার করা হচ্ছিল। গোপনে সংবাদ পেয়ে গতকাল বৃহস্পতিবার ভোরে চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় পুলিশ মহাসড়কে ব্যারিকেড দিয়ে বাইক দুটি আটকায়। এ সময় তিনজন আরোহীর শরীরের বিভিন্নস্থান তল্লাশি করে বের করা হয় ৪৯ হাজার পিস ইয়াবা। গ্রেপ্তার করা হয় ওই তিন কারবারিকে। পুলিশ জানিয়েছে জব্দকৃত ইয়বার আনুমানিক বর্তমান বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।
গ্রেপ্তার তিনজন হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুড়ার জাফর আহমদের ছেলে মো. জাহেদ (২২), টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নতুন পল্লান পাড়ার মো. ইউসুফের ছেলে হাবিবুর রহমান প্রকাশ হাবিব (২৩) ও উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধুরুংখালীর এজাহার মিয়ার ছেলে মো. মফিজ উদ্দিন (২৩)।
ইয়াবা উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, টেকনাফ থেকে বুধবার রাতেই এই ইয়াবার চালান নিয়ে রওনা দেয় কারবারিরা। পথিমধ্যে তারা উখিয়ায় রাত্রিযাপন শেষে বৃহস্পতিবার (গতকাল) ফজরের আযানের পরপরই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। চকরিয়ায় বাস টার্মিমাল এলাকায় তাদের ধরে ফেলে পুলিশ। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।