হাটহাজারীতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে মো. নাসির উদ্দিন (৫৮) নামের এক ওমান প্রবাসী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরো ৩ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গতকাল বুধবার বিকাল ৩টার দিকে পৌরসভার ফটিকার কড়িয়ার দিঘির পাড় এলাকার চট্টগ্রাম–রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাছির উদ্দীন উপজেলার আমানবাজার আকবর সারাং বাড়ির মৃত আবদুল করিমের পুত্র। এ দুর্ঘটনায় আহত অপর ৩ জনের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা তিনটার সময় উল্লেখিত স্থানে একটি মোটরসাইকেলযোগে ২ ব্যক্তি হাটহাজারীর দিকে যাওয়ার সময় তাদের পেছনে আসা বেপরোয়া গতির আরেকটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ২ মোটরসাইকেলের ৪ আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক নাসির উদ্দিনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত অপর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ উল্লাহ জানান, নিহতের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাইওয়ে পুলিশের সদস্যরা গেছেন। তথ্য সংগ্রহ করে পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।