বাংলা ভাষার উন্নয়নে জাতিগতভাবে সিদ্ধান্ত নিতে হবে

আইআইইউসির একুশের আলোচনা সভায় ড. ওবায়েদুল্লাহ

| বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৪৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) সদস্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের চেয়ারম্যান ড. আ জ ম ওবায়েদুল্লাহ বলেছেন, আমাদের বাংলা ভাষার উন্নয়নের জন্য জাতিগতভাবে সিদ্ধান্ত নিতে হবে। ফ্রান্স, জার্মানি, জাপান তাই করেছে বলে সফল হয়েছে। তারা তাদের ভাষার ব্যাপারে আপোষহীন।

গতকাল বুধবার আইআইইউসির স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশন আয়োজিত একুশের আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন আইআইইউসির ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য দেন, আইআইইউসির রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাশেম। বিশেষ অতিথি ছিলেন, শরীয়াহ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রশীদ জাহিদ। উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন প্রফেসর ড. আকতারুজ্জামান খান। ভাষা শহিদদের জন্য দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হাদীস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শফিউল আলম ভূঁইয়া। সঞ্চালনা করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মামুনুর রশীদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপরাণ রহমান ছিলেন দূরদর্শী উন্নয়ন সংগঠক
পরবর্তী নিবন্ধগতিশীল রাষ্ট্র বিনির্মাণে ১৮ কোটি মানুষের মুক্তির সনদ বিএনপির ৩১ দফা