বাংলা ভাষাকে ঘিরে গণদাবির বহিঃপ্রকাশ ভাষা আন্দোলন

আজাদী ডেস্ক | বুধবার , ৩ ফেব্রুয়ারি, ২০২১ at ৬:৫১ পূর্বাহ্ণ

ভাষা আন্দোলন ছিল পূর্ব পাকিস্তানে সংঘটিত রাজনৈতিক ও সাংস্কৃতিক আন্দোলন। বাঙালির মৌলিক অধিকার রক্ষায় বাংলা ভাষাকে ঘিরে গণদাবিরই বহিঃপ্রকাশ ঘটে। পরে ভাষা আন্দোলনের পথ ধরেই সব আন্দোলন-সংগ্রামের ডালপালার বিস্তার হয়। আমাদের মহান মুক্তিযুদ্ধও এর ব্যতিক্রম নয়। ফলে ভাষা আন্দোলন বাঙালির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। জাতীয়তাবাদ ও বাঙালিয়ানার জোয়ার ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারির মধ্য দিয়েই এসেছে। একুশের চেতনার প্রসারিত প্রভাব থেকেই ছয় দফা, ছাত্রদের ১১ দফা ও মওলানা ভাসানীর ১৪ দফা। এগুলোর সম্মিলিত ফলই হলো উনসত্তরের গণজাগরণ। এর পরিণামে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়। বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের মুক্তিযুদ্ধের সূতিকাগার। রাষ্ট্রভাষা আন্দোলনকে ভিত্তি করেই বাংলাদেশের উৎপত্তি। আমাদের জাতীয়তাবোধের সবকিছুই শিখেছি ভাষা আন্দোলন থেকে। আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, আমাদের দেশ বাংলাদেশ-এসব বোধ এ আন্দোলন থেকেই পাওয়া। ভাষা আন্দোলন থেকেই উৎসারিত সব মন্ত্র।

পূর্ববর্তী নিবন্ধটিকাদান কেন্দ্রেও নিবন্ধন করা যাবে: স্বাস্থ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধদেশে-বিদেশে অপপ্রচারের চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী