চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট-চট্টগ্রামের উদ্যোগে এক সমাবেশ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। যুদ্ধকালীন চট্টগ্রাম শহর গ্রুপ কমান্ডার শাহজাহান খানের সভাপতিতে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি আবু মোহাম্মদ হাশেম, ডা. মাহফুজুর রহমান, ফাহিমউদ্দিন আহমদ, মো. হারিস, অ্যাড. ইবরাহিম হোসেন চৌধুরী বাবুল, রাজা মিয়া, ডা. শাহ আলম ভুইয়া, দেওয়ান মাকসুদ আহমদ, ফজল আহমদ, সিরাজুল ইসলাম রাজু, তৌহিদুল করিম কাজল, মোজাফ্ফর আহমদ প্রমুখ। বক্তব্য রাখেন মশিউর রহমান খান, শেখ গোলাম মোহাম্মদ রাজু, প্রেস ক্লাব সম্পাদক চৌধুরী ফরিদ, হাসান মারুফ রুমি, শফিউদ্দিন আবিন,মিঠুন দাশ, লিটন বানার্জি,সিঞ্চন ভৌমিক, ভাষ্কর চৌধুরী, হাসিনা আক্তার টুনু, আতিকুর রহমান চৌধুরী,নুরুল হুদা, রায়হানউদ্দিন, জানে আলম, কাজী রাজেশ ইমরান, মোরশেদ আলম, ডা. আর কে রুবেল,আয়াজ সিকদার, দিলরুবা খানম ছুটি, জানে আলম প্রমুখ।
নেতৃবৃন্দ বাংলা প্রচলন উদ্যোগ ও সিআরবি আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে বলেন ২১ ফেব্রুয়ারির পূর্বেই চট্টগ্রামের সকল প্রতিষ্ঠানের নাম ফলকে বাংলার প্রাধান্য থাকতে হবে। এ লক্ষ্যে মুক্তিযোদ্ধারা ২১ ফেব্রুয়ারি থেকে মাঠে নামবেন বলে ঘোষণা দেন। মুক্তিযোদ্ধারা অচিরেই সিআরবিতে হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত বাতিল করার জন্য প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেবেন ও সিআরবি রক্ষায় ভূমিকা রাখবেন। প্রেস বিজ্ঞপ্তি।