বাংলা প্রচলন উদ্যোগের গণ জমায়েত

| রবিবার , ২৯ মে, ২০২২ at ৮:৫৬ পূর্বাহ্ণ

 

আইন, আদালতের নির্দেশ মেনে বাংলায় নামফলক করার প্রচারনার গণ জমায়েত গতকাল শনিবার বিকাল ৪টায় আগ্রাবাদ বাদামতলী মোড়ে অনুষ্ঠিত হয়। গণ অধিকারচর্চা কেন্দ্রের সদস্য সচিব মশিউর রহমান খানের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ডা. শাহ আলম ভুঁইয়া।

এসময় বক্তারা অবিলম্বে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে বাংলায় নামফলক লেখার কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান। অন্যথায় সিটি কর্পোরেশনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া, সৈয়দ রেজাউল করিম আগ্রাবাদী, জানে আলম, মোরশেদ আলম, মো. কাইছার উদ্দিন, সুজাউদোলা বাবুল, ভাস্কর চৌধুরী, আবুল হাসান হেলাল, আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুন্সী মিয়া, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার মিয়া প্রমুখ। জমায়েত শেষে লাকী প্লাজাসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের আইন ও আদালতের কপি ও প্রচার পত্র বিলি করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসবার বিপদের বন্ধু ছিলেন ডা. গোলাম মূর্তাজা হারুন
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ