বাংলা টাইগার্সের প্রতিপক্ষ আজ ডেকান গ্লেডিয়েটর্স

আবুধাবী থেকে ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৫ নভেম্বর, ২০২১ at ১১:৩৭ পূর্বাহ্ণ

আবুধাবী টি-টেন ক্রিকেট লিগে একদিন বিরতির পর আজ আবার মাঠে নামছে বাংলা টাইগার্স। আজ বাংলাদেশের দলটির প্রতিপক্ষ ডেকান গ্লেডিয়েটর্স। এই দলটির বিপক্ষে প্রথম মাঠে নামবে বাংলা টাইগার্স। যদিও পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডেকান। তারা ৪ ম্যাচের তিনটিতে জিতে অর্জন করেছে ৬ পয়েন্ট। আর বাংলা টাইগার্স ৪ ম্যাচের দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে বার্ষিক ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী
পরবর্তী নিবন্ধসবার আগে অনুশীলনে হাজির মুশফিক