বাংলা টাইগার্সের পাশে পারি নিউজ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৩ নভেম্বর, ২০২২ at ৫:৫২ পূর্বাহ্ণ

আবুধাবী টি-টেন লিগে গত কয় আসর থেকে অংশ নিয়ে আসছে বাংলাদেশের দল বাংলা টাইগার্স। এবারের আসরে বাংলাদেশের বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসানকে আইকন ক্রিকেটার হিসেবে নিয়েছে বাংলা টাইগার্স। এছাড়াও দলটিতে রয়েছে মোহাম্মদ আমির, এভিন লুইস, কলিন মনরো, হজরতুল্লাহ জাজাই এর মত ক্রিকেটার। এবার দলটির সাথে যুক্ত হয়েছে পারিম্যাচ নিউজ। আগামী এক বছর দলটির টাইটেল স্পন্সর হিসেবে থাকবে পারিম্যাচ নিউজ। গতকাল দু পক্ষের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর শেষে বাংলা টাইগার্সের মালিক ইয়াছিন চৌধুরী জানান পারিম্যাচ নিউজ বিশ্বজুড়ে বিশেষ করে ইউরোপ এবং লাতিন আমেরিকায় ক্রিকেটকে জনপ্রিয় করার চেষ্টা করছে। তাদেরকে আমরা বাংলা টাইগার্সের সাথে পেয়ে সম্মানিত বোধ করছি। পারিম্যাচ স্পোর্টসের সিসিও দিমিত্রি বেলিয়ানিন বলেন টি-টেন ক্রিকেট এখন বেশ জনপ্রিয়। আমরা চেয়েছিলাম কোন একটি দলের সাথে যুক্ত হতে। আর সে হিসেবে আমরা বাংলা টাইগার্সকে বেছে নিয়েছি। কারণ দলটিতে অনেক তারকা ক্রিকেটার রয়েছে। আমরা দলটির সাফল্য কামনা করি।

পূর্ববর্তী নিবন্ধআজাদী সম্পাদকের সাথে চট্টগ্রাম রাইফেল ক্লাব উশু খেলোয়াড়দের সৌজন্য সাক্ষাত
পরবর্তী নিবন্ধকিষোয়ানের দ্বিতীয় এবং কল্লোলের প্রথম জয়