চট্টগ্রাম একাডেমির চেয়ারম্যান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন বলেছেন, কবি বিমল গুহ, কবি আসাদ মান্নান ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী বাংলা সাহিত্যের তিন উজ্জ্বল ব্যক্তিত্ব। তারা কেবলই পুরস্কারপ্রাপ্ত নন তারা সাহিত্যিক। ভালোবাসা আর বেদনার সংমিশ্রণে তাদের সৃষ্টিকর্ম। কবি-সাহিত্যিকরা মহৎ শব্দে অন্তরলোককে আলোকিত করেন। পাঠককে মুগ্ধতার আবেশে ভরিয়ে দেন। তারা বিশ্বলোককে জাগরিত করেন।
চট্টগ্রাম একাডেমি আয়োজিত গতকাল সোমবার ২০২১ সালে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত তিন লেখক কবি বিমল গুহ, কবি আসাদ মান্নান ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারি হলে সংবর্ধনা সভায় সূচনা বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী। বক্তব্য দেন, একাডেমির প্রাক্তন মহাপরিচালক ড. আনোয়ারা আলম।
শুভেচ্ছা বক্তব্য দেন, ক্যাপ্টেন আজিজুল ইসলাম, কবি ড. মোহিত উল আলম, কবি-সাংবাদিক ওমর কায়সার, কবি নিতাই সেন, কবি শাহ আলম নিপু, শিশুসাহিত্যিক শৈবাল বড়ুয়া, শিল্পশৈলী সম্পাদক নেছার আহমদ, কবি জিন্নাহ চৌধুরী ও একাডেমির প্রতিষ্ঠাতা শিশুসাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রউফ। অনুভূতি ব্যক্ত করেন সংবর্ধিত তিন লেখক। বক্তব্য দেন, দীপক বড়ুয়া, মো. জাহাঙ্গীর মিঞা, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, এস এম আবদুল আজিজ, অধ্যাপক মৃণালিনী চক্রবর্তী, এস এম মোখলেসুর রহমান, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট বাচিকশিল্পী আয়েশা হক শিমু।
অনুষ্ঠানে তিন লেখকের হাতে ক্রেস্ট, অর্থ তুলে দেন চট্টগ্রাম একাডেমির চেয়ারম্যান ড. অনুপম সেন। উত্তরীয় পরিয়ে দেন একাডেমির পরিচালক দীপক বড়ুয়া, কাঞ্চনা চক্রবর্তী ও জাহাঙ্গীর মিঞা। সংবর্ধিত লেখকদের হাতে রাশেদ রউফ রচিত ‘লেখক সারথি’ তুলে দেন সৈয়দা সেলিমা আক্তার ও গোফরান উদ্দীন টিটু। তিন কবির কবিতা থেকে আবৃত্তি করেন যথাক্রমে কঙ্কনা দাস, সনজীব বড়ুয়া, প্রণব চৌধুরী। শুরুতেই বৃন্দআবৃত্তি পরিবেশন করেন উঠোন সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি।